শাহজালালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে সার্ভিস গাড়ির ধাক্কা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সার্ভিস গাড়ির ধাক্কা লেগেছে। কলম্বোগামী ফ্লাইটটি রবিবার দুপুর ১টার দিকে যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করার কথা ছিল। এ ঘটনার পর টেকনিক্যাল পরীক্ষার জন্য যাত্রীদের বিমান থেকে টার্মিনালে নামিয়ে আনা হয়েছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফাইল ছবি)হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক কাজী ইকবাল করিম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনিক্যাল পরীক্ষার শেষে কোনও ত্রুটি না পাওয়া গেলে ফ্লাইটটি পুনরায় যাত্রা করবে।

কাজী ইকবাল করিম বলেন, ‘উড়োজাহাজের টয়লেট ক্লিনিং সার্ভিস গাড়ির একটি হাইড্রোলিক আর্মস মুভমেন্টের সময় উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খায়। পরীক্ষা শেষে কোনও ত্রুটি না থাকলে ফ্লাইটটি পুনরায় যাত্রা করবে। এতে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি, হতাহতেরও কোনও ঘটনা ঘটেনি।

/সিএ/এমও/