ভেন্টিলেশন ছাড়াই শ্বাস নিচ্ছেন আনিসুল হক

আনিসুল হকলন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের ভেন্টিলেশন খুলে দেওয়া হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
সোমবার (২১ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান।
তিনি আরও বলেন,  ‘তিনি (মেয়র) এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। ডাক্তাররা তাকে কিছুটা অস্থির দেখেছেন। আজ  (সোমবার) তাকে আগের চেয়ে ঘুমের ওষুধ কমিয়ে দেওয়া হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ভেন্টিলেশন থাকাকালে আনিসুল হক মাত্র ১০ শতাংশ শ্বাস নিতেন। অন্যান্য ওষুধও স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।
/এসএস/এপিএইচ/

আরও পড়ুন: 

পাসপোর্ট নিতে দুর্নীতির শিকার ৫৫.২ শতাংশ: টিআইবি