৮২ শিক্ষককে কেন এমপিও ভুক্ত করা হবে না: হাইকোর্ট

সুপ্রিম কোর্টবেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ৮২জন শিক্ষককে কেন এমপিওভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘শুনানি শেষে আজ বিষয়টি নিয়ে রুল জারি করেছেন আদালত।’ আবেদনের বিষয় জানাতে গিয়ে তিনি বলেন, ‘এনটিআরসিএ থেকে নিবন্ধন পাওয়া বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ৮২ জন শিক্ষক সব শর্ত পূরণ করার পরও এমপিও পাচ্ছেন না। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের শিক্ষক আহসান হাবিব, জামালপুরের আব্রাহাম সরকার, বরগুনার সোনিয়া আক্তারসহ ৮২ শিক্ষক হাইকোর্টে এই রিটটি দায়ের করেন।’