ঢাবি ভিসির দায়িত্বে অধ্যাপক আখতারুজ্জামান

অধ্যাপক আখতারুজ্জামানঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে। সোমবার ( ৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হয়।  
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য উপ-উপাচার্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হলো।

প্রজ্ঞাপনের শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি মনে করলে যেকোনও সময় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।