রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে চেকপোস্ট বসানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালমিয়ানমারে সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে বাংলাদেশে আসা রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সমিতি বাজারে ইমপালস হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। পরিচয়পত্র ছাড়া কোনও রোহিঙ্গা যাতে চলাচল করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
মিয়ানমার গ্রামে আগুন লাগানোর দৃশ্য দেখলেন রাষ্ট্রদূতরা