ওয়ারীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

গণপিটুনিরাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নাদিম জমাদ্দার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওয়ারী থানার কে এম দাস লেনে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার এসআই রাজীব আহমেদ বলেন, ‘মঙ্গলবার সকালে কেএম দাস লেন দিয়ে রিকশায় এক ব্যক্তি যাচ্ছিলেন। এসময় দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশা আটকানোর চেষ্টা করে। রিকশারোহী দৌড়ে পালিয়ে গেলে ছিনতাইকারীরা রিকশাচালক স্বপনকে আটকে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে স্বপন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে তারা। এসময় স্বপনের চিৎকারে আশপাশের লোকজন এক ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্যজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ওই ছিনতাইকারীকে গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। 

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এসআই  রাজিব আহমেদ জানান, নিহত নাদিমের বাবার নাম আব্দুল বারেক জমাদ্দার। তবে তার ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। আহত রিকশাচালককে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ১০টির মতো সেলাই লেগেছে বলে জানিয়েছে পুলিশ।