জঙ্গিবিরোধী অভিযান: বোমায় ক্ষতিগ্রস্ত ভবনের ভাড়াটিয়াকে র‌্যাবের অনুদান

ক্ষতিপূরণের চেক হস্তান্তর করছেন র‌্যাবের ডিজিরাজধানীর মিরপুরের দারুস সালামে জঙ্গিবিরোধী অভিযানের সময় বিস্ফোরিত বোমায় ক্ষতিগ্রস্ত ভবনের একজন ভাড়াটিয়াকে ক্ষতিপূরণ দিয়েছে র‌্যাব। দলিল উদ্দিন নামের ওই ভাড়াটিয়া দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার ওই ক্ষতিগ্রস্ত ভবনের চতুর্থ তলায় থাকতেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ দলিল উদ্দিনের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে জানান, ওই ভবনে বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের পাশের আরেক ফ্ল্যাটে আগুন ধরে যায়। এতে ফ্ল্যাটের ভাড়াটিয়ার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি অনুসন্ধানের পর র‌্যাবের পক্ষ থেকে ওই ভাড়াটিয়াকে এক লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

র‌্যাবের বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে অন্যান্য ক্ষতিগ্রস্ত ভবন মালিক বা ভাড়াটিয়াদের এ ধরনের আর্থিক অনুদান দেওয়া হবে কিনা জানতে চাইলে মুফতি মাহমুদ খান বলেন, ‘আর কোথাও র‌্যাবের অভিযানে নিরীহ কোনও ব্যক্তির ক্ষতি হয়নি।’ 

গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার ২/৩/বি নম্বর ভবনের পঞ্চম তলায় জঙ্গিবিরোধী অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিস্ফোরণস্থল থেকে সাতজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।