রাজধানীতে বাইন্ডিং কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ

আগুনরাজধানীর ফকিরাপুল এলাকায় ৬ তালা ভবনের নিচতালায় একটি বাইন্ডিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।


দগ্ধ তিন শ্রমিক হলেন- মো. সুজন (২৬), কর্মচারী মো. মুক্তার (১৮) ও তাহমিন (১২)। বুধবার রাতেই তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ণ ইউনিটের কর্ত্যবরত চিকিৎসক জানিয়েছেন, কাউকেই আশঙ্কামুক্ত বলা যাবে না। তবে তিনজনের মধ্যে সুজনের অবস্থা গুরুতর।

ওই কারখানার মালিক সুজনের ভাই সোহেল জানান, এটি একটি ছোট কারখানা। এখানে বইসহ বিভিন্ন কাগজ বাইন্ডিংয়ের কাজ করা হতো। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিল। আগুনের তাপে তারা নিজেরাই বের হয়, পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে। সংবাদ পেয়ে তিনি এসে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তবে কিসের থেকে আগুন লেগে তা জানতে পারেনি। ধারণা করা হচ্ছে জমা গ্যাস থেকে এ ঘটনা ঘটতে পারে।