নিয়োগ পরীক্ষায় প্রক্সির অপরাধে দুই জনের কারাদণ্ড

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটনিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিএডিসি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদে শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএয়ের তত্ত্বাবধানে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া ও তৌহিদ এলাহী।

আব্দুল কাদির মিয়া জানান, রাজধানীর উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে শাহীন আলম ও টিটব রানা হাতেনাতে ধরা পড়েন। মাসুদুল আলম নামের এক পরীক্ষার্থীর স্থলে শাহিন আলম ও নিপুন মন্ডলের স্থলে টিটব রানা তাদের প্রবেশ পত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা দেয় এবং পরে হাতে নাতে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় শাহীন আলম ও টিটব রানাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শাকিলা ইয়াসমিন, সহকারী অধ্যাপক ইফতেখারুল আমিন, খালেদ মাহমুদ, প্রভাষক তাসনিমা আফরিন ও এ টি এম জাকারিয়া খান।