শাহজালালে ৫ লাখ ৯৪ হাজার রিয়ালসহ দম্পতি আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক দম্পতিকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ রিয়ালসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। রবিবার মাসুদুর রহমান ও মাহমুদা উর্মি দম্পতির কাছ থেকে এসব বৈদশিক মুদ্রা জব্দ করা হয়, বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

শাহজালাল বিমানবন্দর (ফাইল ছবি)সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ দল দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে বোর্ডিংসহ ব্রিজ-১ (এক্স) থেকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ রিয়ালসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।’

আটকদের বাড়ি ঢাকার কদমতলীতে জানিয়ে এই কমিশনার বলেন, ‘আটকরা জানিয়েছেন বেড়ানোর উদ্দেশে তারা সিঙ্গাপুর যাচ্ছিলেন। বৈধ অনুমোদন ব্যতীত পাচারের উদ্দেশে বৈদেশিক মুদ্রা বহন করার ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’