সহযোগী অধ্যাপক হলেন ৪৯৫ জন

Untitledবিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের ৪৯৫ জন শিক্ষকককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে।  রবিবার (২৪ সেপ্টেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এসব শিক্ষকদের দু’জন ছাড়া অন্য সবাইকে মাউশিতে যোগদানের পর পরবর্তীতে পদায়ন করা হবে। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত আগের পদ ও কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন শিক্ষকরা।