শ্যামপুরে আগুনে দগ্ধ পাঁচ, একজনের মুত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছবি- সংগৃহীত)রাজধানীর শ্যামপুরে লাল মসজিদ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ শিশুসহ একই পরিবারের পাঁচ জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম মোহাম্মদ  এনায়েত (৪০)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে শ্যামপুরের লাল মসজিদ সংলগ্ন তিন নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হচ্ছে- মুদি দোকানি মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের তিন সন্তান অ্যানি (৫), হাবিবা (৪) ও জুবায়ের (২)।
এনায়েতের ভাতিজা ওয়াসিম  জানান, রাত আনুমানিক তিনটার দিকে তার চাচা এনায়েতের কক্ষে একটি শব্দ হয়। এরপরই আগুন ধরে যায়। আগুনে তারা পাঁচ জনই দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, এনায়েতের শরীরের ৯০ শতাংশ, মরিয়ম বেগমের ১৭ শতাংশ, অ্যানির ১২ শতাংশ, হাবিবার ১৯ শতাংশ এবং জুবায়েরের ১৬ শতাংশ দগ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের  উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।  

 

 আরও পড়ুন: এইচআইভি পজিটিভ আরও দুই রোহিঙ্গা নারী চমেকে