জাল সিল-সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজধানীতে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের পাঁচ জন আটক

জাল সার্টিফিকেট ও নকল সিল প্রস্তুতকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  (৪ অক্টোবর) রাতে ফকিরাপুলের কোমর গলির হাশেম আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আব্দুল বারিক, মোহাম্মদ আলী, সাব্বির হোসেন, শহীদুল হক নিজাম ও মোর্শেদ ভূইয়া।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সদস্যরা জাল সার্টিফিকেট ও নকল সিল প্রস্তুতকারী এ চক্রটিকে গ্রেফতার করেছে। তাদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসির সিলসহ মোট পাঁচশ’ ৭৭টি নকল সিল, পুলিশ ক্লিয়ারেন্সের এক হাজার আটশ’ ৫০টি জাল সার্টিফিকেট, দুটি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।’