কোনও অনিয়ম হলেই ব্যবস্থা: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিবিচার বিভাগের কোনও কাজে কোনও ধরনের অনিয়ম হলেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সুপ্রিম কোর্টের সব শাখার সুপারদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘আদালত কোনও জামিন আদেশ দিলে তা তিন কার্যদিবসের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আর অন্য যেকোনও আদেশ অবশ্যই সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর ব্যাতিক্রম হলে ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় সবাইকে সময়মতো অফিসে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া, পরিচয়পত্র ছাড়া কাউকেই যেন শাখায় ঢুকতে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
আরও পড়ুন-
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে খাস কামরায় আইনজীবী সমিতির সাক্ষাৎ