পরিবার-পরিকল্পনা অধিদফতরের মাঠকর্মীদের পদোন্নতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

 

মোহাম্মদ নাসিমপরিবার-পরিকল্পনা অধিদফতরের অধীনে মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আটকে থাকা পদোন্নতির বিষয়টি আমি দ্রুততম সময়ের মধ্যে নিরসন করতে চেষ্টা করবো। তারা পদোন্নতি পাবেন এবং যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন।’

বুধবার (১১ অক্টোবর) পাঁচটি জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ই-এমআইএস) কার্যক্রমের সম্প্রসারণ অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলাগুলো হলো মাদারীপুর, মৌলভীবাজার, ঝিনাইদহ, নাটের ও নোয়াখালী।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে মন্ত্রণালয়ের সচিব মো.সিরাজুল ইসলাম মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের পদোন্নতি ও বেতন নিয়ে অসন্তোষ রয়েছে বলে মন্তব্য করেন।  

কয়েকটি এলাকা পরিদর্শনকালে মাঠ পর্যায়ের কর্মী এবং কর্মকর্তাদের মধ্যে বেতন ও পদোন্নতি বিষয়ে অসন্তোষের বিষয়টি জানতে পারেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ করা এসব কর্মী এবং কর্মকর্তাদের পদোন্নতি করা গেলে তারা আরও ভালো কাজ করবে। তাই এ বিষয়ে নীতিমালা করে এর সমাধান করা হলে মাঠ পর্যায়ের কাজ আরও বেগবান হবে।

ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় মেজার ইভ্যালুয়েশন, আইসিডিডিআরবি, মামনি এইচএসএস এবং এসআইএপিএস পরিবার পরিকল্পনা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরকে এই এইআইএস কার্যক্রমের জন্য কারিগরি সহযোগিতা প্রদান করছে। 

এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মাঠ কর্মী ও সেবা প্রদানকারীদের তথ্য ব্যবস্থাপনার কাজকে ডিজিটাল করা।

এর আগে ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে ই-এমআইএস কার্যক্রম শুরু হয় হবিগঞ্জ ও টাঙ্গাইল জেলায়।