ভাসানচরের গল্প

 

ভাসান চরের গল্পভাসানচর। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা মানুষের বসতিহীন বিশাল এই চরটির একাধিক নাম মানুষের মুখে মুখে। কেউ বলেন ঠেঙ্গারচর, কেউ বা ডাকেন জালিয়ার চর বা অন্য কোনও নামে। নোয়াখালী জেলার অন্তর্গত এই চরটির যোগাযোগ ব্যবস্থা এখনও দুর্গম, মূল ভূখণ্ড থেকে যেতে হয় জেলে নৌকায়। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার প্রেক্ষাপটে এখানেই তাদের জন্য অস্থায়ী বসতি নির্মাণ করে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারিভাবে এর নাম দেওয়া হয়েছে ভাসানচর। কেমন চলছে সেই প্রস্তুতি, তা দেখতে সরেজমিনে ঘুরে এসেছেন বাংলা ট্রিবিউন এর প্রতিবেদক শাহেদ শফিক। তার সিরিজ প্রতিবেদন শুরু হচ্ছে মঙ্গলবার। ৬ পর্বের এই সিরিজ প্রতিবেদনটি প্রতিদিন সকাল ১০টায় পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।