কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে মতবিনিময় সভা

কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে মতবিনিময় সভাবাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্বনামধন্য কৃষিবিদ, প্রকৌশলী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও আর্থিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ অংশ নেয়।  রাজধানীর একটি হোটেলে সোমবার (১৬ অক্টোবর)  মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান দি মেটাল (প্রা.) লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল।

মতবিনিময় সভায় আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, ইউএসএআইডি’র ঊর্ধ্বতন উপদেষ্টা (কৃষি বেসরকারি খাত) আনার খলিল, ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইনকরপোরেশনের (ডিএআই) চিফ অব পার্টি’র মাইকেল ফিল্ড, এসিডিআই-ভিওসিএ’র চিফ অব পার্টি’র ডেভিড তিমথী রাসেল ও আইডিই-বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর দিপক খাডক।

সভায় মেটাল কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।