বাপেক্সের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুদকবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় মঙ্গলবার (১৭ অক্টোবর) তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে জানান, এ কে এম আনোয়ারুল ইসলামের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
তথ্য গোপনের অভিযোগে গত ১৯ এপ্রিল রমনা থানায় আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর নম্বর ৩৯। অভিযোগটি অনুসন্ধান ও তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ।