বায়ার বাংলাদেশের ১৫ বছর পূর্তি উৎযাপিত

বায়ার বাংলাদেশের ১৫ বছর পূর্তিজার্মানভিত্তিক প্রতিষ্ঠান বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশের ১৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান অতিসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি, টিম বিল্ডিং, টাউন হল মিটিং ও বায়ার অংশীদারদের নিয়ে মতবিনিময় ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বায়ার বাংলাদেশের ওয়েব পেজও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র বায়ার রিপ্রেজেন্টেটিভ, সাউথ এশিয়া রিচার্ড ভ্যান ডার মারওয়াই, বাংলাদেশে নিযুক্ত জামার্নীর রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জ, বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাস্টিজ কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মাদ আমিনুল হক, বায়ার সাউথ এশিয়ার ল, প্যাটেন্ট ও কমপ্লায়েন্স -এর কান্ট্রি গ্রুপ হেড রাজিব জীবানলাল ওয়ানি ও বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিভাসা কুমার কারাভাদী বক্তৃতা করেন।
উল্লেখ্য, বায়ার ক্রপসায়েন্স ১৬ অক্টোবর ২০০২ সালে এভেন্টিস থেকে বায়ার নামে বাংলাদেশে যাত্রা শুরু করে।