দুর্বৃত্তদের হামলায় আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যুমিরপুরে সেনপাড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত নিরাপত্তাকর্মী জ্যাকব বাড়ৈ (৫৫) শুক্রবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহতের ছোট ভাই পল বাড়ৈ বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর সেনপাড়া পর্বতার ৩২/৪ নীড় অ্যাপার্টমেন্টে দুই বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছিলেন জ্যাকব। গত ১৭ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তরা তার গলায়, পেটে ও হাতে ছুরিকাঘাত করে দুটি মোটরসাইকেল নিয়ে চলে যায়।
প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সকালে জ্যাকবকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি।
জ্যাকবের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আটাশি গ্রামে। মিরপুর মনিপুর কাঁঠালতলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে আছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অ্যাপার্টমেন্টের ভাড়াটিয়া ফিলিপ বাড়ৈ বাদী হয়ে একটি মামলা করেছেন। এখন দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।