১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ

এনটিআরসিএবেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৪তম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। স্কুল পর্যায়ে এক লাখ চার হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ পাঁচ হাজার ১৮১ জনসহ মোট দুই লাখ নয় হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য দুই ভাগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে পাঁচ লাখ তিন হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে তিন লাখ তিন হাজার ৬১২ জনসহ মোট আট লাখ ছয় হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd থেকে জানা যাবে। এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।