সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে নিয়োগ পাচ্ছেন ১২৭ জন

শিক্ষা মন্ত্রণালয়সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের শূন্যপদে মুক্তিযোদ্ধা ও ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী কোটায় নিয়োগ পাচ্ছেন ১২৭ জন কর্মকর্তা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা এসব কর্মকর্তাদের নামের তালিকা পুলিশ ভেরিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) নাসরিন জাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে সাধারণ কোটায় আরও ১২৫ জনকে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে মন্ত্রণালয়। এ নিয়ে সাধারণ কোটা এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১২৭ জনসহ মোট ২৫২ জনকে নিয়োগ দিচ্ছে সরকার।

দেশে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের দুই হাজার ৬৮০টি পদের বিপরীতে শূন্যপদ রয়েছে ২৩৯টি। কিছু পদ পূরণ করা হলেও অনেকেই অবসরে যাওয়ায় আবার পদ শূন্য হয়। সেইসব শূন্য পদেই এবার নিয়োগ দেওয়া হচ্ছে।

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১৫৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ওই বছর আগস্টে বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) এবং ২০১৬ সালের ১২ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছর ১২ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর ১২৭ জনকে সুপারিশ করে পিএসসি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) নাসরিন জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিএসসির সুপারিশ অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এটা সম্পন্ন হলেই তাদের নিয়োগ দেওয়া হবে।’