আদোনিসের হাতে ‘মুজিব’ গ্রন্থ

সিরিয়ার কবি আদোনিস উন্মোচন করছেন ‘মুজিব’ গ্রন্থের মোড়ক‘ঢাকা লিট ফেস্ট-২০১৭’-এর উদ্বোধনী মঞ্চে উন্মোচিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’। লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরিয়ার কবি আদোনিস।
লিট ফেস্টে পাওয়া যাচ্ছে ‘মুজিব’ বইটিবৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তনে উন্মোচন করা হয় গ্রাফিক নভেল ‘মুজিবে’র মোড়ক। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। আরও উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস, সাদাফ সায্ ও আহসান আকবার এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
‘মুজিব’ বইটি প্রকাশ করেছে ঢাকা ট্রান্সলেশন সেন্টার। ঢাকা লিট ফেস্টে বইটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন-
পর্দা উঠলো লিট ফেস্টের