মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ (ছবিঃ সংগৃহীত)রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে মিরপুর ১২ নম্বর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) মেজবাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এস আই মেজবাহ জানান, ‘ট্রাস্ট ট্রাউজার’ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা মিরপুর ১২ নম্বর সড়কে  শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকেই বিক্ষোভ করছেন। বেতন পরিশোধ না করায় এবং হুট করেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় তারা সড়কে অবস্থান নিয়েছেন।

ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস এর শ্রমিক রবিন মিয়া বলেন, ‘কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল মালিকপক্ষ কারখানা স্থানান্তর করতে পারে। মালিকপক্ষ বকেয়া বেতন না দিয়েই হুট করে কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সকালে কাজ করতে এসে দেখি গেটে তালা দেওয়া। এখন আমরা আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি।’

এস আই মেজবাহ আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।