লিট ফেস্টে পাপেট শো’তে মুগ্ধ খুদে দর্শকরা

পাপেট শো’তে মোস্তফা মনোয়ারের চরিত্ররালিট ফেস্টে শিশুদের জন্য বৈচিত্র্যময় সব আয়োজনের অংশ হিসেবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে পাপেট শো। শুক্রবার (১৭ নভেম্বর) ‘লিট ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনে বিকালে উপস্থিত হাজারও খুদে দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছে এই পাপেট শো।
নজরুল মঞ্চে বিকাল সোয়া ৪টায় শুরু হয় পাপেট শো। এটি পরিচালনা করেন বাংলাদেশে পাপেট শিল্পের অন্যতম পথিকৃৎ মোস্তাফা মনোয়ার। তার সৃষ্ট দুই চরিত্র গিট্টু ও বাঘের উপস্থাপনা তার অন্য সব পাপেট শো’য়ের মতোই আনন্দ দিয়েছে দর্শকদের। কেবল শিশু-কিশোরই নয়, সব বয়সী মানুষই নির্মল আনন্দ লাভ করে প্রায় পৌনে একঘণ্টার এই পরিবেশনা।
পাপেট শো’য়ের প্রথম পর্বে গিট্টু ও বাঘ মেতে ওঠে কথোপকথনে। এক পর্যায়ে গিয়ে শিশুরাও অংশ নেয় বাঘ ও গিট্টুর সঙ্গে। দ্বিতীয় ও তৃতীয় পর্বে এসে হাজির হয় আরও কিছু চরিত্র। সেগুলোর মজার কথপোকথন আর অঙ্গভঙ্গিতে হাসি-ঠাট্টায় চমৎকার কিছু সময় কাটায় খুদে দর্শকরা।