সাত ভাই চম্পা নিয়ে কথাসাহিত্যিক আনিসুল হক

23714919_1646382185383505_1302009741_oঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে নিজের বইয়ের মোড়ক উন্মোচন করছেন কবি, লেখক নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক। ১৯০৬ সালে প্রকাশিত গল্পের পুনর্লিখন করেছেন আনিসুল হক।

এখানে প্রতিটি গল্প শিশুদের ভাষাপযোগী করে তিনি পুনর্লিখন করেন। বইটি ইগনাইট পাবলিকেশন থেকে বের করা হয়েছে।

সেশনটিতে আনিসুল হক শিশুদের জন্য এই বইয়ের প্রথম রূপকথার গল্প সাত ভাই চম্পা পড়ে শোনান দর্শকদের। এরপর তিনি বইটি সম্পর্কে এবং এই বই বের করা পেছনের গল্প বলেন।

সে সময় তিনি শিশুদের কাছে বিভিন্ন দেশের বিখ্যাত সব ব্যক্তির জীবনী নিয়েও আলোচনা করেন।

গল্পপাঠ শেষে তিনি শিশুদের প্রশ্নের উত্তর দেন।