সরিয়ে দেওয়া হলো বিটিভি’র সেই ক্যামেরাম্যানকে

এসএম জাহিদের কাছ থেকে টাকা নিচ্ছেন বিটিভির ক্যামেরাম্যানপেশাগত দায়িত্বে থাকা অবস্থায় এক নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের সহকারী চিত্রগ্রাহক ফরিদ আহমেদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন অর রশীদ।

গত শনিবার (১৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নাগরিক সমাবেশ। দুপুর ১২টা থেকে বিকাল চারটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন ক্যামেরাম্যান মিছিলের চিত্র ধারণ করছিলেন। ভিডিও ধারণের এক ফাঁকে তাকে মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতা  এস এম জাহিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে দেখা যায়। আলাপ চলাকালে ওই নেতা পকেট থেকে টাকা বের করেন। আর চোখের পলকেই সেই টাকা চলে যায় চিত্রগ্রাহক ফরিদ আহমেদের  হাতে।

সোমবার (২০ নভেম্বর) বাংলা ট্রিবিউনে নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও) শীর্ষক প্রতিবেদন প্রকাশের পরপরই খবর আসে তার বদলির। বদলি বিষয়ে বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সব প্রমাণ তো দেখা যাচ্ছে, এর আর কী তদন্ত হবে। আপাতত তাকে বার্তা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: 

নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)