হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে তরুণ আহত

ছিনতাইরাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর গুলিতে মুশফিকুর রহমান সায়েম (৩২) নামে এক তরুণ আহত হয়েছেন। গুলিবিদ্ধ সায়েমের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত অবস্থায় সায়েমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
গুলিবিদ্ধ সায়েম পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাবার নাম মতিউর রহমান। নিলাম্বর শাহ রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকেন তিনি।
সায়েমের বন্ধু শাকিল বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাতে হাজারীবাগ থেকে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন সায়েম। পথে শেখ ফজিলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের কাছে রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারীদের কবলে পড়েন সায়েম। তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে তাকে গুলি করে। এসময় তার কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
শাকিল আরও জানান, সায়েম ডান উরুতে গুলিবিদ্ধ হন। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর তারা খবর পেয়ে সায়েমকে উদ্ধার করেন। সোমবার দিাবগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই বাচ্চু মিয়া বলেন, ‘হাজারীবাগে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিনতাইকারীদের কবলে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে (সোমবার দিবাগত রাত) তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’