ঢামেক থেকে চুরি হওয়া শিশু ফতুল্লায় উদ্ধার

ফতুল্লা থেকে উদ্ধার হওয়া শিশু জিমঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড থেকে শিশু যাওয়া তিন মাস বয়সী শিশু জিমকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করা হয়েছে। ফতুল্লা থানার সহায়তায় শাহবাগ থানার একদল পুলিশ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ফতুল্লার কাশিপুর এলাকার একটি মার্কেট থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় মনোয়ারা বেগম নামে এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। ফতুল্লা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই রোকসানা আক্তার জানান, বর্তমানে শিশুটিকে ফতুল্লা থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে ঢাকায় পাঠানো হবে।
আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শিশু জিম চুরির ঘটনায় মনোয়ারা বেগম নামে একজনকে আটক করেছে ফতুল্লা পুলিশ। ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, ‘১০ হাজার টাকায় শিশু জিমকে দত্তক নিয়েছে বলে দাবি করেছেন আটক মনোয়ারা বেগম। এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তবে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, জিমের খালাতো ভাই রাফসান তাকে ১০ হাজার টাকায় ফতুল্লার কাশিপুর খিলমার্কেটের বাসিন্দা মশিউর রহমান জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে বিক্রি করে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, জিমের বাবা যে ওয়ার্ডে ভর্তি আছেন, সেই একই ওয়ার্ডে ভর্তি আছেন মনোয়ারা বেগমের শ্বশুর। মশিউর-মনোয়ারা দম্পতি নিঃসন্তান। সোমবার দিবাগত রাতে জিমের খালাত ভাই রাফসান ১০ হাজার টাকার বিনিময়ে জিমকে মনোয়ারা বেগমের কাছে বিক্রি করে দেয় বলে দাবি করেছেন মনোয়ারা বেগম।

এসআই সাইফুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এসব তথ্য পেয়েছি। তবে রাতে শিশুটিকে কিভাবে হাসপাতাল থেকে বের করা হলো কিংবা আসলেই শিশুটিকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল কিনা— এগুলো তদন্ত করে দেখতে হবে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলে এসব বিষয় আরও স্পষ্ট হবে।’

এদিকে, শিশু জিম চুরির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।



ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন— হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু জাহের, উপ-পরিচালক (অর্থ) ডা. বিদ্যুৎ কান্তি পাল ও সহকারী পরিচালক ডা. সাইদুজ্জামান।
এর আগে, সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ড থেকে শিশু জিম চুরি হয়। শিশু জিমের বাবা রিকশাচালক জুয়েল মিয়া এই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের খুরশিদ মহল গ্রামে।