শাহজালালের নিরাপত্তা পর্যবেক্ষণ করলো যুক্তরাজ্যের প্রতিনিধিদল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণ করেছে যুক্তরাজ্যের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (২২ নভেম্বর) এ দল শাহজালালের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এ প্রতিনিধিদল বাংলাদেশে থাকবে। এ সময়ে দলটির সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণসহ সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।

সূত্র আরও জানায়, যুক্তরাজ্যের পরামর্শ অনুযায়ী বিমানবন্দরে আধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে উড়োজাহাজের হোল্ডে রাখার মতো ভারী ব্যাগ তল্লাশির জন্য ডুয়েল ভিউ এক্সরে স্ক্যানিং মেশিন, হ্যান্ড ব্যাগ তল্লাশির জন্য ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন, লিকুয়িড এক্সপ্লোসিভ  ডিটেকশন সিস্টেম (এলইডিএস), আন্ডার ভিহিকল স্ক্যানিং সিস্টেম (ইউভিএসএস), ফ্যাপ বেরিয়ার গেট উইথ কার্ড রিডার, বেরিয়ার গেট উইথ আরএফআইডি কার্ড রিডার, এক্সপ্লোসিভ  ডিটেকশন সিস্টেম (ইডিএস), এক্সপোসিভ ট্রেস ডিটেকশন (ইটিডি)। এসব যন্ত্রপাতি বসানোর কার্যক্রম যুক্তরাজ্য প্রতিনিধিদলকে দেখানো হবে।

এদিকে, ২৭ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সফরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, নিরাপত্তার না থাকার অজুহাতে ২০১৬ সালের মার্চ মাসে যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেদেশে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। এসময় বাংলাদেশকে শাহজালালের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেয় যুক্তরাজ্য। তাদের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যের রেড লাইন সিকিউরিটিকে নিরাপত্তা ব্যবস্থা উন্নতিকরণের দায়িত্ব দেওয়া হয়।