‘গাইবান্ধার উন্নয়নে কর্মকর্তা ও পেশাজীবীদের একসঙ্গে কাজ করতে হবে’

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াজাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ জেলার অধিবাসী সব কর্মকর্তা ও পেশাজীবীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গাইবান্ধা জেলার বিসিএস ক্যাডারভুক্ত সরকারি কর্মকর্তা ও পেশজীবীদের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
ডেপুটি স্পিকার গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের রোড ম্যাপ অনুয়ায়ী উন্নয়নের ওপর জোর দিয়ে এ জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে গাইবান্ধায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আরও উন্নয়নমূলক কাজ করা হবে।’
ডেপুটি স্পিকার গাইবান্ধা জেলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।


অতিরিক্ত সচিব কফিলউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, অধ্যাপক ডা.এজাজুল হক, গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সাবেক সভাপতি মো. সিদ্দিক হোসেন প্রমুখ ।

সূত্র: বাসস