যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিন: সৈয়দ সাইফুদ্দীন আহমদ

ঈদে মিলাদুন্নবীর (সা.) শান্তি মহাসমাবেশে অতিথিরা (ছবি: সাজ্জাদ হোসেন)যৌতুক ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডারীয়া দরবার শরীফের ইমাম সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত শান্তি মহাসমাবেশে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, ‘অস্ত্রের শক্তি ও জবরদস্তির মাধ্যমে নয়; দয়া, মহানুভবতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আরবের বুকে ইসলামের কেতন উড়িয়েছিলেন মানবতার ত্রাণকর্তা মহানবী (সা.)। বিশ্বজুড়ে আজ সভ্যতার অগ্রগতির যুগেও মানবতার অবমাননা ও নিগৃহ-বঞ্চনা চলছে। হানাহানি, যুদ্ধ-সংঘাতে শান্তিকামী মানুষ সত্যিই অসহায়। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের একটাই পথ— মহানবীর (সা.) জীবনাদর্শকে পূর্ণাঙ্গ অনুসরণ।’

মাইজভাণ্ডারীয়া দরবার শরীফের ইমাম আরও বলেন, ‘বহুত্ববাদী সমাজ আমাদের চিরায়ত ঐতিহ্য। এ দেশে সবাই মিলেমিশে থাকবে, কেউ নিজেকে অসহায় ভাববে না— এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর মন্তব্য— মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সীমাহীন নিপীড়ন ও বর্বরতা চলছে। তাই এ দেশটির বিরুদ্ধে জাতিসংঘ কর্তৃক অর্থনৈতিক অবরোধ আরোপ করা উচিত। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন তিনি।

এর আগে সকালে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে হয় জশনে জুলুস।

মহাসমাবেশে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, আমেরিকা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুফীজমের উপদেষ্টা শায়খ ড. আহমেদ তিজানী বিন ওমর, তিউনিশিয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব গ্লোবাল সিকিউরিটির প্রেসিডেন্ট শায়খ ড. মাজেন শরিফ, মালয়েশিয়া ওয়ার্ল্ড সুফী ফোরামের প্রেসিডেন্ট শায়খ আব্দুল করীম, ইয়েমেনের আননূর সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চ হাজরামাউতের পরিচালক জায়েদ বিন আব্দুর রহমান বিন হোসাইন বিন ইয়াহইয়া, আঞ্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর খান প্রমুখ।