না.গঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনানারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-লেগুনা মুখোমুখী সংঘর্ষে লেগুনার চালক মো. কবীর হোসেন (৩৫) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন লেগুনার যাত্রী জয়নাল (৩৩) ও  বাসের হেলপার মনির হোসেন (২৮)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে শ্যমলী পরিবহনের একটি বাস রাজধানীর যাত্রাবাড়ী থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে বাসটি রূপগঞ্জের কর্ণভোগ এলাকার পাকিস্তান মিলের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ঘ হয়। পরে অন্য লেগুনার চালক আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত সোড়ায় ১টায় চিকিৎসক লেগুনা চালক কবীরকে মৃত ঘোষণা করেন।

আহত দুইজন ঢামেকে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে লেগুনার যাত্রী জয়নালের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

আরও পড়ুন:
যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় কলেজছাত্র নিহত