রাজধানীতে বন্ধুকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

আদালতরাজধানীর ডেমরায় মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার চার বন্ধুকে মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সর্দার এ রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের পাটওয়ারি এ তথ্য জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শফিকুল ইসলাম রবিন, জাহাঙ্গীর হোসেন, মাসুদ এবং আল আমিন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- বাবলা ও মনির।
একই সঙ্গে তাদের দুজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ডের ঘোষণা দেন আদালত।  

আব্দুল কাদের পাটওয়ারি জানান, রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা পলাতক  রয়েছে।

মামলার অভিযোগ, ২০০৯ সালের ৯ জানুয়ারি রাতে আসামিরা রানাকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় গলা কেটে হত্যা করে। পরে  তার লাশটি একটি খোলা জায়গায় ফেলে রেখে যায়। পরবর্তীতে লাশটি উদ্ধার করে ডেমরা থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৩১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনকে আসামি করে একটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পরে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন।