ঢাবির শামসুন নাহার হলের ছাদের একাংশ ধসে ছাত্রী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়র শামসুন নাহার হলের ওয়াশ রুমের ছাদের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় হলের এক ছাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হলের মধ্য ভবনে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন।

ছাদ ধসে পড়াহলের ছাত্রীরা জানান, দুপুর ওয়াশ রুমে গোসল করার সময় ছাদের একাংশ ধসে পড়ে। এতে ওই ছাত্রী হাতে মারাত্মক আঘাত পান। তাকে তখনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা এবং এক্সরে করার পরামর্শ দেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা বলেন, ‘হল সংস্কার করার জন্য আমাদের প্রধান ইঞ্জিনিয়ার বরাবর আবেদন করতে হয়। এটা দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া।’ তবে ওই ছাত্রীর চিকিৎসার ব্যয় হল কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগেও ছাদের পলেস্তারা বারবার খসে পড়ায় ছাত্রীরা ওয়াশ রুমগুলো সংস্কারের জন্য হল প্রশাসনের কাছে আবেদন করেছিলেন।