যান্ত্রিক ত্রুটি: ফের বাসে আগুন

শাহবাগে যান্ত্রিক ক্রটিতে বাসে আগুন (ছবি: ফেসবুক থেকে সংগৃহীত)যান্ত্রিক ত্রুটির কারণ রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়।

25529939_10212884984617730_131200157_n

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

শাহবাগে যান্ত্রিক ক্রটিতে বাসে আগুনএ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণেই বাসে আগুন ধরে যায়। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর চলন্ত অবস্থায় একটি গাড়িতে আগুন লেগে যায়।

আরও পড়ুন:
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে গাড়িতে আগুন