জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় বাবলার শোডাউন

 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার একাংশ

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় শোডাউন করেছে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য সোমবার (১ জানুয়ারি) সকাল থেকেই বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলি থানা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হয়।

বেলা ১১টার দিকে বাবলা প্রায় পাঁচ হাজার কর্মী-সমর্থকের বিশাল মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে গেলে পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় নেতাকর্মীদের হাতে হাতে বিভিন্ন রকম পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এই মিছিলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ ও ইব্রাহিম মোল্লা। আবু হোসেন বাবলার পাশাপাশি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুও বিশাল মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। 

এছাড়াও শোভাযাত্রায় জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, কৃষক পার্টি ও মহিলা পার্টির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা একটার দিকে এরশাদের নেতৃত্বে শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড় ও বিজয় নগর হয়ে কাকরাইলের পার্টি অফিসে গিয়ে শেষ হয়।