ঢাবিতে সত্যেন্দ্রনাথ বসুর জন্মবার্ষিকী উদযাপন

উপমহাদেশের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুবিখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তুলে ধরেন উপমহাদেশের অন্যতম সেরা এই পদার্থবিজ্ঞানীর স্মরণীয় উক্তি— ‘যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, অথবা বিজ্ঞান বোঝেন না।’ ঢাবি উপাচার্য বলেন, ‘সত্যেন্দ্রনাথ বসু সারাবিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। তিনি আমাদের সবার গর্ব।’
সোমবার (১ জানুয়ারি) বিকালে বোস সেন্টারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ঢাবিতে সত্যেন্দ্রনাথ বসুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানঅনুষ্ঠানে ঢাবি উপাচার্য বলেন, ‘এটা ঠিক যে একজন ভালো শিক্ষকের ছাত্র ভালো হয়। সে কারণেই আমরা বলতে পারি, একজন ভালো শিক্ষার্থী হওয়ার পূর্বশর্ত হলো একজন ভালো শিক্ষক পাওয়া। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন তেমনই সব ভালো শিক্ষকদের ছাত্র।’ তিনি আরও বলেন, ‘সত্যেন্দ্রনাথ বসুর জীবনকর্ম আমাদের মধ্যে সবসময় উচ্চারিত হবে। তার নাম উল্লেখ করলে আমাদের গর্ব হয়।’
জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আব্দুল আজিজ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.নাসরীন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড.অরুণ কুমার বসাক। তিনি সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন।