সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করেছে দূতাবাস

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান প্রদেশের চিহ্নিত এলাকাটিতে ঘটে সড়ক দুর্ঘটনা। এতে ৭ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

সৌদি আরবের জিজানের সামতাহ্ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার জেদ্দা কনস্যুলেটের বরাত দিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে নিহতদের নাম ও পরিচয়ের তালিকা দেওয়া হয়। তবে আহতদের পরিচয় সম্পর্কে ওই প্রেস বিজ্ঞপ্তিতে কোনও কিছু বলা হয়নি।

নিহতরা হলেন ১. মো.ইডেন মিয়া, পাসপোর্ট নম্বর বিজে ০২৩২০৬৫, পিতা: সিরাজ মিয়া, গ্রাম: বীরগাঁও, ওয়ার্ড: ৮, থানা: আলোকবালি, নরসিংদী সদর, জেলা নরসিংদী।

২. শফিকুল সিকদার, পাসপোর্ট নম্বর বিপি ০৪৭২৮৫৩, পিতা: আব্দুল হামিদ, গ্রাম: কস্তুরিপাড়া, উপজেলা: কালিহাতি, জেলা: টাঙ্গাইল।

৩. আমির, পাসপোর্ট নম্বর  বিএইচ ০০৬০৮০৭,  পিতা: আবু মিয়া, গ্রাম: বাউসিয়া, করিমপুর, নরসিংদী সদর, জেলা নরসিংদী।

৪. মো. দুলাল হোসেইন, পাসপোর্ট নম্বর বিজে ০৮৭৮৬২৩, পাসপোর্ট নং পিতা: আকবর আলী, গ্রাম: বালকদি, শহিদনগর, উপজেলা: কামারকান্দি, জেলা: সিরাজগঞ্জ।

৫. মতিউর রহমান, পাসপোর্ট নম্বর  এএফ ৮২৯৭৯২৮ ,পিতা: মো. আলি, গ্রাম: নটেরটাক, ওয়ার্ড নং ০১, আনন্দবাজার, উপজেলা: সোনার গাঁও, জেলা: নারায়ণগঞ্জ।

৬. আমিন মিয়া,পাসপোর্ট নম্বর  বিএল ০৩১৮০৮২,পিতা: রহিম মিয়া, গ্রাম: ডুবাইল, জামুরকি, উপজেলা: দেলদুয়ার, জেলা: টাঙ্গাইল।

৭. জসিমউদ্দিন, পাসপোর্ট নম্বর বিএইচ ০২৯৪২১৯, পিতা: আবুল কাসেম, গ্রাম চরহাজিরপুর, বিরাজপুর, উপজেলা হোসেনপুর, কিশোরগঞ্জ।

গত ৬ জানুয়ারি শেষ রাতে জিজান থেকে ১০০ কি.মি. দূরে ইয়েমেন সীমান্ত এলাকা সামতাহতে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আল-ফালাহ নামের একটি কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে শনিবার সকালে ট্রাকে করে কাজে যাওয়ার পথে পেছন থেকে এক সৌদি নাগরিকের গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এর ফলে দুর্ঘটনা কবলিত হন তারা।  এতে ৭ বাংলাদেশি নিহত এবং আহত হন ১৫ জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সামতাহ সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে রয়েছে।