আনসার সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ ঢাবি’র দুই শিক্ষার্থীর

photo-1505044740বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে টহলরত আনসার সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের মনোয়ার হোসেন মান্না ও আশিক আব্দুল্লাহ অপু। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের বর্হিবিভাগ-২-এ চিকিৎসা নিতে গেলে আনসার সদস্যদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওই দুই ছাত্রের।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মনোয়ার হোসেন মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, “মঙ্গলবার বিকালে বর্হিবিভাগ-২ ভবনে চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট আছে কিনা জানতে চাইলে পেছন থেকে টহলরত এক আনসার সদস্য আমার জামার কলার ধরে টান দেন। এরপর সেখান থেকে চলে যেতে বলে আমাকে অকথ্য ভাষায় গালি দেন। পরে কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমার মুখে কিলঘুষি মারতে থাকেন। এ সময় আমার বন্ধুকেও মারধর করা হয়েছে।’
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখানে আনসার সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় বিএসএমএমইউ’র কয়েক’শ আনসার সদস্য ও কর্মচারীরা লাঠিসোটা নিয়ে উপস্থিত শিক্ষার্থী ও পথচারীদের ওপর হামলা চালায়। এ কারণে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ প্রসঙ্গে বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল সাংবাদিকদের বলেন, ‘আনসার সদস্যরা বিরুদ্ধে চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই শামসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন কোনও বিষয় এখনও আমাদের জানা নেই। এ ধরনের কোনও ঘটনা শুনিনি।’

এ প্রসঙ্গে অভিযুক্ত আনসার সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি।