ঢাবি প্রশাসনের ‘ছাত্রলীগ নির্ভরশীলতার’ জবাব চাইলো ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ‘ছাত্রলীগ নির্ভর’ হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার ( ১৬ জানুয়ারি ) বিকালে ছাত্র ইউনিয়নের নেতারা প্রশাসনের ‘ছাত্রলীগ- নির্ভরশীলতার’ কারণ জানতে ঢাবির প্রক্টর অফিসে যান।

এসময় তারা প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানিকে কয়েকটি দৈনিক পত্রিকার শিরোনাম দেখান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগকে ‘উসকে’ দেওয়ার কারণ জানতে চান তারা।

এছাড়া, আন্দোলনের সমন্বয়কারী মশিউর রহমান সাদিককে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখার কারণও জানতে চান নেতারা।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঢাবি প্রশাসনের কাছে তাদের ছাত্রলীগ-নির্ভরশীলতার কারণ এবং আন্দোলন সমন্বকারী সাদিককে কেন জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে তার কারণ জানতে চেয়েছি।’

বিষয়টি সম্পর্কে প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্র ইউনিয়নের নেতারা আমার কাছে এসে তাদের অভিযোগ জানিয়েছেন। তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ জানানোর তো একটা মাধ্যম আছে।’

আন্দোলন সমন্বয়কারী মশিউর রহমানের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তির বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অনশন করার ঘোষণা দিলে ছাত্রলীগের হস্তক্ষেপে আন্দোলন ভণ্ডুল হয়ে যায়।