রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতের গানম্যান রহমত আলীর জামিন স্থগিত

রহমত আলী

রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমদের গানম্যান রহমত আলীকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এই সময়ের মধ্যে আসামিকে আপিল বিভাগে আবেদন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত বছরের ২৭ মে রহমত আলীকে গ্রেফতার করে পুলিশ। গত ১১ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রহমত আলীকে জামিন দেন। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের ওই আবেদনের শুনানি নিয়ে আসামি রহমত আলীর জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনার ৪০ দিন পর ৬ মে  ধর্ষণের শিকার এক তরুণী বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন । সেই মামলার বিচার এখনও চলছে।