শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস ঢাবি উপাচার্যের

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে ছাত্রলীগের হামলা ও নারী নির্যাতনের বিচার চেয়ে বুধবার প্রক্টরের কার্যালয় ভাঙচুর ও উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা।

পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য দেখা করেন। তখন তিনি তাদের দাবি তিনটি মেনে নেওয়ার আশ্বাস দেন। দাবিগুলো হলো– চিহ্নিত হামলাকারীদের সাময়িক বহিষ্কার,তদন্ত কমিটিতে তিনজন ছাত্র নেতৃত্ব রাখা ও ৪৮ কর্মঘণ্টার মধ্যে হামলাকারীদের বহিষ্কারাদেশ দিতে ব্যর্থ হলে প্রক্টরের পদত্যাগ।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসুদ আল মাহদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি। আমরা তাকে ৪৮ কর্মঘণ্টা সময় দিয়েছি৷ এর মধ্যে তিনি আমাদের দাবি মেনে না নিলে আগামী রবিবার থেকে আবার আন্দোলন শুরু হবে।’ 

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের দাবিগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি। এ বিষয়ে তাদের আমি আশ্বাস দিয়েছি। দাবির ব্যাপারে আমরা তদন্ত কমিটি গঠন করবো।’