ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচনে বাধা নেই

 

হাইকোর্টঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন কার্য তালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাবের নির্বাচনে আর বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। 

বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলাটি কার্য তালিকা থেকে বাদ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমির-উল ইসলাম।

শুনানি চলাকালে ব্যারিস্টার আমিরকে উদ্দেশ করে আদালত বলেন, ‘যেহেতু আগামীকাল (১৯ জানুয়ারি) নির্বাচন। তাই আজ রিট আবেদনটি শুনবো না। আপনি চাইলে শুনানির জন্য অন্য বেঞ্চে যেতে পারেন।’ এরপর আদালত মামলাটি কার্য তালিকা থেকে বাদ দেন।

প্রসঙ্গত, গত বুধবার (১৭  জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেন ক্লাবের সদস্য মাহফুজুর রহমান।

আরও পড়ুন:
আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক উপস্থাপন চলছে