‘অযোগ্য লোকদের দিয়ে প্রজেক্ট হয় বলেই জনগণের স্বার্থ বিনষ্ট হয়’

সুপ্রিম কোর্টদেশের অনেক প্রজেক্ট অযোগ্য লোকদের দিয়ে করা হয় বিধায় জনগণের স্বার্থ বিনষ্ট হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যশোর রোডে শতবর্ষী গাছ কাটায় স্থগিতাদেশ চাওয়া রিটের শুনানিকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি আদালতের ওই মন্তব্যের বিষয়টি বাংলা ট্রিবিউনকে অবহিত করেন।
মনজিল মোরসেদ বলেন, ‘রাস্তা সম্প্রসারণের নামে এ ধরনের প্রজেক্টে পরিবেশের চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই প্রজেক্ট তৈরির সঙ্গে জড়িতরা  তাদের পরিকল্পনাকে উপযুক্ত না করে সরকারের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু আমার বিশ্বাস, ওই পরিকল্পনাটি যদি উপযুক্ত করে, অর্থাৎ গাছ থাকবে আবার রাস্তাও হবে এমনভাবে তৈরি করতেন, তাহলেও নিশ্চিই সরকার তা গ্রহণ করতো।’
এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি)  পক্ষে মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন। পরে এ নিয়ে শুনানি শেষে হাইকোর্ট রুল জারিসহ গাছ কাটার ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন।

আরও পড়ুন: 

যশোর রোডে শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত