ঢাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন সম্পন্ন, ফল কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলাঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের চতুর্থ ধাপ সুষ্ঠুভাবে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে শনিবার (২০ জানুয়ারি)। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সব কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে রবিবার (২১ জানুয়ারি)।
ভোটকেন্দ্র হিসেবে ছিল— নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও শারীরিক শিক্ষা কেন্দ্র। সরেজমিনে দেখা গেছে— সবখানেই গণতান্ত্রিক ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী পরিষদ ও প্রগতিশীল পরিষদের প্রার্থীদের উপস্থিতি ছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ।
ভোট দিতে এসে ডা.শিবদাস রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৯টায় ভোট দিতে এসে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ছিলাম। খুব সুন্দর পরিবেশে ভোট প্রদান সম্পন্ন হয়েছে। আমার ভোটার নম্বর ছিল ৩১১২৩। গণতান্ত্রিক ঐক্য পরিষদের পক্ষে আমি ভোট দিয়েছি।’