নাখালপাড়ায় নিহত আরেক ‘জঙ্গি’র পরিচয় মিলেছে

নাখালপাড়ায় নিহত ‘জঙ্গি’ রবিন (বাঁ থেকে প্রথম), অন্য দুজন যথাক্রমে নাফিস ও মেজবাহতেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে নিহত আরেক জঙ্গির পরিচয় মিলেছে। তার নাম রবিন (২৩)। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে রবিনের লাশ তার বড় ভাই শনাক্ত করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ নিয়ে ওই ঘটনায় নিহত তিন জঙ্গিরই পরিচয় মিললো।

রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব সদর দফতর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ‘নিহতের গ্রামের বাড়ি শেরপুরে। তার বড় ভাই গোলাম মোস্তফা তার লাশটি শনাক্ত করেছেন।’

গত ১২ জানুয়ারি রাতে পশ্চিম নাখালপাড়ার একটি ভবনের ওই জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। র‌্যাব জানায়, তারা সবাই ছিল জেএমবির সদস্য। এর আগে দুজনের পরিচয় পায় র‌্যাব। তাদের একজন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়ারা গ্রামের মেজবাহ উদ্দিন।  অন্যজন চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম কলেজের পূর্ব গেট সংলগ্ন ইউনূস বিল্ডিংয়ের তৃতীয় তলার নাফিস উল ইসলাম। গত বছরের ৬ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাফিস। তখন তার বাবা নজরুল ইসলাম চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাবের দাবি, সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার জন্যই ঢাকায় আস্তানা গেড়েছিল এই জঙ্গিরা। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা মূলত সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা সংগঠিত হয়েছিল।’

নিহত তিন জঙ্গির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।