আব্দুল্লাহপুরে টুপি কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগুনরাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে মেনিলা করপোরেশন নামে একটি টুপি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে মেনিলা করপোরেশন নামে ওই টুপি কারখানার ৫ম তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল পৌনে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল পরিমাণ তৈরি টুপি, মেশিনপত্র ,আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।’

এ বিষয়ে মেনিলা করপোরেশনের মালিক মো. মিজানুর রহমান বলেন, ‘আগুনে প্রায় ২০-২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

আরও পড়ুন:
মানবতাবিরোধী অপরাধে ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৬ ফেব্রুয়ারি