বিশ্বের প্রথম হিজাব পরা মডেল লন্ডনের আমিনা

মডেল আমিনা খান

লন্ডনে হিজাব পরে বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যামন্ড লরিয়েল প্যারিসের হেয়ারকেয়ার ক্যাম্পেইনে তাক লাগিয়ে দিয়েছেন এক মুসলিম নারী। এই নারীর নাম আমিনা খান।

আমিনাই প্রথম কোনও মুসলিম মডেল, যিনি হিজাব পরে লরিয়েলের মতো বিশ্বখ্যাত ব্রান্ডের মডেল হলেন।

হিজাব পরা অবস্থায় আমিনা খানের এ খবরটি এমন এক সময়ে ব্রিটিশ মিডিয়ায় ফলাও করে প্রচার হলো, যখন লন্ডনের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ রীতিমতো আইন করে স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরা ও রোজা রাখা বন্ধ করতে চাইছে।

ব্রিটিশ মুসলিম নারী আমিনা খান তার স্বামী ও আট বছরের ছেলেকে নিয়ে বসবাস করছেন যুক্তরাজ্যের লেস্টারে। তিনি পার্ল ডেইজিস নামে একটি হিজাব প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী।

রবিবার (২১ জানুয়ারি) হাফিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে আমিনা খান  বলেছেন, হিজাব পরে চুলের প্রসাধনীর এমন বড় পরিসরের মডেলিং-এ প্রথম মুসলিম নারী হিসেবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।