জুবায়ের হত্যা মামলার রায়ে অ্যাটর্নি জেনারেলের স্বস্তি প্রকাশ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার (২৪ জানুয়ারি) নিজ কার্যালয়ে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি নিজের স্বস্তির কথা জানান।
মাহবুবে আলম বলেন, ‘পুলিশি প্রতিবেদনে উঠে এসেছিল এই হত্যা পরিকল্পিত। একটি সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মধ্যে এ ধরনের হত্যার ঘটনা ঘটানো হয়েছিল। এই রায়ের ফলে সবার কাছে বার্তা যাবে যে, হত্যা করলেই পার পাওয়া যায় না।’
মামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন নিয়ম অনুসারে সর্বোচ্চ আদালতে আপিল করা যাবে।’
এ মামলায় পলাতকদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:

জুবায়ের হত্যা মামলা: হাইকোর্টের রায়েও ৫ জনের মৃত্যুদণ্ড বহাল